আইপিএল নিলাম নিয়ে খুব বেশি উচ্ছসিত নন রিশাদ
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলাম থেকে দল পাওয়া নিয়ে খুব বেশি চিন্তিত নন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদ জানান, সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আইপিএল নিলাম থেকে দল পাওয়া নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করলে হিতে বিপরীত হতে পারে। মেগা নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায় ১২ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে নাম আছে রিশাদের।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের রিশাদ বলেন, ‘সত্যি বলতে, প্রত্যেকেরই আইপিএলে খেলার ইচ্ছা থাকে এবং আমিও এর ব্যতিক্রম নই। কিন্তু আমি খুব বেশি আশা করতে চাই না। আমার প্রত্যাশা সীমিত রাখতে চাই। যাতে আমাকে হতাশ না হতে হয়।’ গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়ায় আলোচনায় আছেন ২২ বছর বয়সী রিশাদ। এছাড়াও ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে বড় শট নেওয়ার ক্ষেত্রে পারদর্শী তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে একজন যথার্থ খেলোয়াড় রিশাদ।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নিজের পছন্দের দল হিসেবে উল্লেখ করেছেন রিশাদ। তিনি বলেন, ‘আসলে আমি এভাবে ভাবতে চাই না, আমাকে এই বিশেষ দলেই খেলতে হবে। ধরুন আমার চেন্নাইয়ের হয়ে খেলার ইচ্ছা আছে, কিন্তু আমি অন্য দলে সুযোগ পেলাম। তখন আমার খারাপ লাগতে পারে।’ তিনি আরও বলেন, ‘তবে আমার প্রিয় দল কোলকাতা নাইট রাইডার্স। যেহেতু সাকিব ভাই দীর্ঘদিন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।’
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার জন্য ইতোমধ্যেই ড্রাফট থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেনস। ক্যারিবিয়ান দ্বীপে আসন্ন গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টিতে রংপুর রাইডার্সের হয়ে ভালো খেলার লক্ষ্য আছে তার। যদিও এই মুহূর্তে নিজের সেরা ফর্মে নেই রিশাদ। রিশাদ বলেন, ‘আমি সবসময় সাধারণ মানের পরিকল্পনা রাখার চেষ্টা করি এবং আগের থেকে লক্ষ্য নিয়ে ভাবি না।’
তিনি জানান, জিএসএলে ভাল পারফরমেন্স করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। রিশাদ বলেন, ‘আমি ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। যেখানেই খেলবো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। জিএসএল’এ বিশ্বের কিছু ভালমানের দলের বিপক্ষে খেলবো আমরা। সেখানে লক্ষ্য খুবই সহজ। নিজের সেরাটা দেওয়া এবং দলের হয়ে ম্যাচ জেতা। ভালো পারফরমেন্স করতে পারলে বিশ্বের বিভিন্ন লিগে খেলার সুযোগ তৈরি হবে।’