গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

Dec 26, 2024 - 19:19
গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালের পাশে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি টিভি চ্যানেল ’আল-কুদস টুডে এর  ৫ সাংবাদিক নিহত হয়েছেন। আউটলেটের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।  আউটলেট বিবৃতিতে বলেছে,  নুসিরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তাঁরা।

এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফলে ৫ সাংবাদিক নিহত হন । নিহত সাংবাদিকরা হলেন, ফয়সাল আবু আল-কুমসান, আয়মান আল-জাদি, ইব্রাহিম আল-শেখ খলিল, ফাদি হাসসুনা এবং মোহাম্মদ আল-লাদা। আউটলেটের বিবৃতিতে বলা হয়েছে, ’সাংবাদিকতা ও মানবিক দায়িত্ব পালন করার সময় তারা নিহত হয়েছেন। 

ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছেন নুসিরাত এলাকায় ইসলামিক জিহাদ সন্ত্রাসী সেলের একটি গাড়িতে ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়েছে, হামলার আগে, সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার, আকাশে নজরদারি এবং অতিরিক্ত বুদ্ধিমত্তাসহ বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

নুসিরাতের হামলা দেখেছেন এমন ব্যক্তিদের মতে, ইসরায়েলি বিমান দ্বারা নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আল-আওদা হাসপাতালের বাইরে পার্ক করা সম্প্রচারের গাড়িতে আঘাত করে, এতে আগুন লাগে এবং ভিতরে থাকা ব্যক্তিরা নিহত হন। ফিলিস্তিনি সাংবাদিকদের সিন্ডিকেট গত সপ্তাহে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৯০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৪০০ জন আহত হয়েছেন।