ট্রাম্পের নতুন প্রশাসনে বিতর্কিত যারা

Nov 16, 2024 - 18:46
ট্রাম্পের নতুন প্রশাসনে বিতর্কিত যারা

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জেতার পর পছন্দের ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যোগ্যতার পরিবর্তে অনুগতদের নিয়ে তিনি প্রশাসন সাজাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, ট্রাম্পের মন্ত্রিসভায় মনোনীত কয়েকজনকে ঘিরে বেশ কিছু বিতর্ক ও অভিযোগ উঠেছে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত পিট হেথসেথের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত ম্যাট গেটজের বিরুদ্ধে নৈতিকতা বিরোধী অভিযোগে তদন্ত হয়েছিল। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত রবার্ট এফ কেনেডি জুনিয়রও ভ্যাকসিন নিয়ে জন্য সন্দেহের জন্য কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

ট্রাম্প আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় এই মনোনীতদের চূড়ান্ত করার জন্য মার্কিন সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে। সিনেট যদিও ট্রাম্পের দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকবে, তবে তার প্রশাসনের প্রার্থীদের চূড়ান্ত অনুমোদনের আগে কঠোর দ্বিপক্ষীয় শুনানির মুখোমুখি হতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রধান হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন ট্রাম্প। হেগসেথের বিরুদ্ধে ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ায় যৌন হয়রানির অভিযোগ ওঠে। যদিও তাকে গ্রেপ্তার করা হয়নি এবং তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া, তার হাতে খোদাই করা ট্যাটুটি চরমপন্থী গোষ্ঠীর সাথে সম্পর্কিত বলে সন্দেহ করা হয়েছে। তবে, হেগসেথ বলেছেন, এটি কেবল একটি খ্রিস্টান নীতিবাক্য।

অ্যাটর্নি জেনারেল ম্যাট গেটজ যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটজকে মনোনীত করেছেন ট্রাম্প। গেটজের বিরুদ্ধে কংগ্রেসম্যান থাকাকালীন সময়ে যৌন অসদাচরণ, মাদক সেবন এবং প্রচার তহবিলের অপব্যবহারের অভিযোগ রয়েছে। যদিও ন্যায়বিচার বিভাগ তার বিরুদ্ধে অভিযোগ আনেনি, কিন্তু এক সাক্ষী দাবি করেছেন গেটজ ২০১৭ সালে এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন। এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্প তার নতুন প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম ঘোষণা করেছেন। কেনেডি  ভ্যাকসিনবিরোধী বক্তব্যের জন্য ব্যাপক সমালোচিত। তার মনোনয়নে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর শেয়ারদর নিম্নমুখী হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তাকে ‘ভুল পছন্দ’ বলে অভিহিত করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এসব বিতর্কিত মনোনয়ন নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি।