দ. সুদানে বন্যায় ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত ও ৩৭৯ হাজার বাস্তুচ্যুত
দক্ষিণ সুদানে ভয়াবহ বন্যায় প্রায় ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এদের মধ্যে ৩৭৯,০০০ জনের বেশি বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের হালনাগাদ করা এক প্রতিবেদনে বন্যা কবলিত এলাকাগুলোতে ম্যালেরিয়ার বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে। নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।
সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদান জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দেশটির উত্তরাঞ্চল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে রয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানায়, দক্ষিণ সুদানের ৪৩টি কাউন্টি ও বিতর্কিত আবেই অঞ্চলের প্রায় ১৪ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ সুদান ও সুদান উভয়ই আবেই অঞ্চলটির মালিকানা দাবি করে আসছে।
শুক্রবার রাতে ওসিএইচএ এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২২টি কাউন্টি ও আবেইতে ৩৭৯,০০০ জনের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।’ এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি রাজ্যে ম্যালেরিয়ার বৃদ্ধির খবর পাওয়া গেছে, যা দেশটির স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।a