নেশন্স লিগের ফাইনাল হবে ইতালি অথবা জার্মানীতে

Dec 17, 2024 - 19:30
নেশন্স লিগের ফাইনাল হবে ইতালি অথবা জার্মানীতে

ইতালি ও জার্মানীর মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দেশটিতেই এ বছরের নেশন্স লিগের ফাইনাল ফোরের লড়াই আগামী বছরের ৪-৮ জুন অনুষ্ঠিত হবে বলে উয়েফা ঘোষনা দিয়েছে। মার্চে দুই লেগের কোয়ার্টার ফাইনালে ইতালি জয়ী হলে জুভেন্টাস ও তোরিনোর মাঠে এবং জার্মানী জিতলে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিউনিখ ও স্টুটগার্টে। 

ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছেন জুভেন্টাসের আলিয়াঁজ এরেনাতে দুটি সেমিফাইনাল ও ফাইনাল এবং তোরিনো স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ আয়োজিত হবে। আগামী ২০ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মিলানে ইতালি-জার্মানী মুখোমুখি হবে। তিনদিন পর ডর্টমুন্ডে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন বনাম নেদারল্যান্ডস এবং পর্তুগাল বনাম ডেনমার্ক। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা আরো জানিয়েছে আগামী বছরের উয়েফা সুপার কাপ ১৩ আগস্ট ইতালির উদিনেসে অনুষ্ঠিত হবে।