নৈতিক আদর্শ ও মূল্যবোধের বাহক, সাদা মনের মানুষ- : খোরশেদ আলম মানিক
নিজস্ব প্রতিনিধিঃ
মানব সেবাই সর্বোত্তম। পৃথিবীর ইতিহাসে যারা চিরস্মরণীয় হয়ে আছেন– তাদের স্মরণীয় বা বরণীয় হবার অন্তরালে যে মূলমন্ত্রটি রয়েছে তা হল মানুষ ও মানবতার সেবা করা। তেমনি মানব সেবার একজন প্রজ্জলীত গুনী ব্যক্তিত্ব দক্ষিণ খান থানাধীন ৪৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম মানিক ।
যিনি ইতোমধ্যেই তার মমত্বময় কর্মগুনে বৃহওর উওরা তথা বিমানবন্দর ও দক্ষিনখান এর মানুষের হৃদয়ের কোমল অংশে ফুটন্ত রবির মতোই স্থান করে নিয়েছেন। "বিগত সরকারের আমল আর বর্তমান সরকারের আমলে আমার ব্যাংক এ্যাকাউন্ট দেখলেই বোঝা যাবে আমি নিজের জন্য কতটুকু করতে পেরেছি। তবে লাভের অংশ এতটুকুই যে, এখন আমাকে পালিয়ে বেড়াতে হয়না।
মিথ্যে মামলা আর অহেতুক হয়রানি হতে হয়না"- এভাবে সাবলীল ভাবে বলতে ছিলেন সাদা মনের মানুষ দক্ষিণ খান থানাধীন ৪৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম মানিক। তিনি বলেন- আমি পরিশ্রমী মানুষ। খেটে খাই। কিন্তু কোন অন্যায়ের সাথে আপোষ করি না। বিগত করোনা কালীন সময়ে আমি আমার সবটুকু বিলিয়ে দিয়েছি অসহায়দের মাঝে। তবে আমি প্রচার বা প্রসারের লক্ষ্যে কাজ করি না।
কারণ সবার উপরে মহান আল্লাহ সবকিছু দেখেন। আমার প্রাপ্যটুকু তিনিই দিবেন, ইনশাআল্লাহ্। গতকাল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন- শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশিত পথে এগিয়ে চলছি। আমি আমরণ জিয়ার সৈনিক হয়েই থাকতে চাই। কখনো নীতির সাথে আপোষ করিনি।
তিনি আরো বলেন- আমি ছোটবেলা থেকেই রাজনীতি করে আসছি। পরে শহীদ জিয়ার আদর্শ লালন করে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। কিন্তু একটি কু-চক্রিমহল আমার মানসম্মান বিনষ্ট করার লক্ষ্যে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। এটা খুব দুঃখজনক। এক প্রশ্নের জবাবে খোরশেদ আলম মানিক বলেন- আমি আজীবন মানুষের সেবা করে যেতে চাই।
এক্ষেত্রে কে, কি বলল? কে, কি করল- সে বিষয়ে আমারকোন মাথা ব্যাথা নেই। প্রকৃত সত্য সূর্যের ন্যায় একদিন আলো ছড়াবে। আমি সেই দিনটির অপেক্ষায় আছি। কারণ নিন্দুকেরা কখনো ভালো কাজ করে না, অন্যকেও ভালো কাজ করতেও দেয় না। তবে কারো প্রতি আমার কোন ক্ষোভ নেই, সবাই ভালো থাকুক এটাই আমার প্রত্যাশা।