পাঁচ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতলো জিম্বাবুয়ে

Dec 12, 2024 - 20:16
পাঁচ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতলো জিম্বাবুয়ে

শেষ ওভারের নাটকীয়তায় পাঁচ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে জয় পেল জিম্বাবুয়ে।  গতরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। ১৬বারের মোকাবেলায় এই নিয়ে দ্বিতীবার আফগানদের হারালো জিম্বাবুয়ে। প্রথম ও সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের মাটিতে জয় পেয়েছিলো জিম্বাবুয়ে। 

হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩৪ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান। এসময় ৯ রানে ২ উইকেট নিয়ে আফগানদের শুরুতেই চাপে ফেলেন পেসার রিচার্ড এনগারাভা।  ১১তম ওভারে দলীয় ৫৮ রানে পঞ্চম উইকেট পতন হলেও ষষ্ঠ উইকেটে শক্ত হাতে দলের হাল ধরেন করিম জানাত ও মোহাম্মদ নবি। ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করে ৪৯ বলে ৭৯ রানের জুটি গড়েন দু’জনে। 

১৯তম ওভারে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি করেন জানাত। ঐ ওভারেই নবিকে ফিরিয়ে তৃতীয় উইকেটের দেখা পান এনগারাভা। ৫টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে ৪৪ রান করেন নবি।  ইনিংসের শেষ পর্যন্ত খেলে আফগানিস্তানকে ৬ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ এনে দেন জানাত। ৫টি চারে ৪৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন তিনি। জিম্বাবুয়ের এনগারাভা ২৮ রানে ৩ উইকেট নেন। 

১৪৫ রানের টার্গেটে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্সের ৬২ বলে ৭৫ রানের সুবাদে জয়ের পথে থাকে জিম্বাবুয়ে। ১৪তম ওভারে দলীয় ৮৬ রানে মায়ার্সকে থামিয়ে আফগানদের খেলায় ফেরার পথ দেখান স্পিনার নবি। পেসার নাভিন উল হক ও স্পিনার রশিদ খানের তোপে ১৯তম ওভারে ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারায় জিম্বাবুয়ে। এসময় ৪২ রানে ৫ উইকেট হারায় তারা। 

এতে শেষ ওভারে জয়ের জন্য ১১ রানের দরকারে পেসার আজমতুল্লাহ ওমারজাইর প্রথম ডেলিভারিতে চার মারেন জিম্বাবুয়ের ব্যাটার টাশিঙ্গা মুসেকিওয়া। পরের দুই বলে ২ রান করে ৪ রান নেন তিনি। চতুর্থ বলে ডট হবার পর পঞ্চম বলে আবারও ২ রান নেন মুসেকিওয়া। তাই প্রথম ৫ বলে ১০ রান পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ বলে ১ রান নিয়ে জিম্বাবুয়েকে জয়ের আনন্দে ভাসান মুসেকিওয়া। 

৫টি চারে জিম্বাবুয়ের পক্ষে ৪৯ বলে সর্বোচ্চ ৪৯ রান করে ম্যাচ সেরা হন বেনেট। এছাড়া ২টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে মায়ার্স ৩২ ও মুসেকিওয়া ১৩ বলে অপরাজিত ১৬ রান করেন। আফগানিস্তানের নাভিন ৩টি ও রশিদ ২ উইকেট নেন। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।