‘মায়াবী উপত্যকা’র মোড়ক উন্মোচনে সাংস্কৃতিক সেমিনার

Nov 26, 2024 - 18:18
‘মায়াবী উপত্যকা’র মোড়ক উন্মোচনে সাংস্কৃতিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

আমাদের শিক্ষা, ধর্ম, ভাষা, রাজনীতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই অপসংস্কৃতির প্রভাব পড়েছে। সেই সাথে দীর্ঘদিনের এই সংস্কৃতিগুলো কীভাবে আমাদের সংস্কৃতিতে বৈষম্যহীন করে তুলেছে, আর এসব সংস্কৃতি কীভাবে সমাজব্যবস্থাকে সত্যিকারের বাংলাদেশের আদর্শের সাথে মিল রেখে গড়ে তোলা যায়- এসব নানা বিষয় নিয়ে আলোচনা হয় সেমিনারে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত  হয়। অনুষ্ঠান পরবর্তী ‘সাংস্কৃতিক অভিযাত্রা ও আমাদের আত্মপরিচয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে বাংলাদেশের সংস্কৃতির অগ্রযাত্রার ইতিহাস তুলে ধরা হয়। তুলে ধরা হয় ইতিহাসের নানা সময়ে ঘটে যাওয়া সংস্কৃতি, কৃষ্টি ও ভাষার ব্যবহার। বক্তারা স্বাধীনতার পূর্বকাল ও পরবর্তীতে ঘটে যাওয়া এ দেশের সংস্কৃতির উত্থান-পতনের ইতিহাসও তুলে ধরেন।

বক্তারা বিদেশি সংস্কৃতির প্রভাব দেশের সংস্কৃতিকে কীভাবে গ্রাস করছে, এ থেকেও মুক্ত থাকার আহ্বান জানান। এসময় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সভাপতি, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। মূল প্রবন্ধ পাঠ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

কবি, লেখক ও গবেষক মাহবুব হাসানের সভাপতিত্বে এবং সারেঙ ও পুথিপ্রকাশ এর যৌথ আয়োজনে সেমিনারে বক্তব্য রাখেন জাবি’র বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা সুলতানা, লেখক ও গবেষক ড. আবুল কাসেম হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌল্লা চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিন, লেখক ও উপস্থাপক কবি শাহীন রেজা, কথাশিল্পী ও গীতিকার কবি জাকির আবু জাফর প্রমুখ।

উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি, সারেঙ সম্পাদক রহমান মল্লিক, মোড়ক উন্মোচন বইয়ের লেখিকা জাহানারা হক, সাহিদুল ইসলাম সাহিদ, সুজন বিশ্বাস, নাসরিন গীতি সহ কবি, লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।