রুদ্রর পিতার মৃত্যুতে ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম’র দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এর (বিজেএফ) সদস্য ও দৈনিক নওরোজের আমেরিকা প্রতিনিধি রুবেল হোসেন রুদ্র’র বাবা মো. বশির উল্লাহর (৭২) মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর হাটখোলাস্থ নওরোজ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. সাহিদুল ইসলাম সাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাফরুল আলমের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুমের জন্য মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া সংগঠনের সদস্যদের সুস্থতা কামনা ও সকলের পিতা-মাতার জন্যও বিশেষ দোয়া হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল আলম। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নাসরীন গীতি, প্রচার সম্পাদক শরিফুল হক পাভেল, আতিকুল ইসলাম আতিক, মনসুর আহমেদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাহাঙ্গীর আলম পলক, রুবেল মিয়া, রুদ্রর ছোট ভাই রকিবুল হাসান প্রমুখ।
পারিবারিক সূত্রে জানা গেছে, রুদ্রর পিতা মো. বশির উল্লাহর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ধানুয়া বাজার গ্রামে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে চাকুরী করতেন তিনি। মৃত্যুকালে তিন ছেলে, ২ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রুদ্রর ছোট ভাই রকিবুল হাসান জানান, বাবা দীর্ঘদিন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আগেও ৩ বার স্ট্রোক করেছিলেন। এর আগে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) নিজ গ্রামের বাড়িতে ৪র্থ বার স্ট্রোক করেন তিনি। প্রথমে জেলা হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি দেখে ডাক্তার ঢাকায় নিয়ে যাওয়ায় পরামর্শ দেন। ওখান থেকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে সকাল ১০ টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান রকিবুল।