লেবাননের পতাকা পোড়ানোর জন্য সৈন্যদের তিরস্কার করেছে ইসরাইলি সেনাবাহিনী
ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের শনিবার লেবাননের একটি পতাকা পোড়ানোর জন্য সৈন্যদের একটি দলকে অভিযুক্ত করেছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের সাথে লড়াইরত সৈন্যদের একটি দল এ ঘটনায় জড়িত। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিওতে ইসরাইলি ইউনিফর্ম পরিহিত প্রায় অর্ধ ডজন লোককে লাইটার দিয়ে পতাকায় আগুন দেওয়ার পাশাপাশি একটি ধর্মীয় সঙ্গীত গাওয়র দৃশ্য দেখা যাওয়ার পরে সামরিক বাহিনী তাদের নিন্দা জানায়।তবে সৈন্যদের বিরুদ্ধে পদক্ষেপের ব্যাপারে পোস্টে কিছু জানানো হয়নি।
সামরিক মুখপাত্র আভিচায় আদ্রেই বলেন,‘আমরা লেবাননের দক্ষিণের কিছু সৈন্যের লেবাননের পতাকা পোড়ানোর কাজটিকে আদেশের লঙ্ঘন, প্রতিরক্ষা বাহিনীর মূল্যবোধের সাথে অসঙ্গতিপূর্ণ এবং লেবাননে আমাদের সামরিক কার্যক্রমের লক্ষ্যগুলোর সাথে বিভ্রান্তিকর হিসেবে দেখছি।’
তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি আরবি-ভাষার পোস্টে আরো বলেন, ‘আমাদের যুদ্ধ হিজবুল্লাহর বিরুদ্ধে,যাদের ধর্ম, মতাদর্শ বা পরিচয়ে কখনোই সত্যিকারের লেবানিজ না।’