সাউদির বিদায়ী টেস্টের প্রথম দিন নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৩১৫ রান
সাবেক অধিনায়ক ও পেসার টিম সাউদির বিদায়ী টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের বিপক্ষে ৮২ ওভারে ৯ উইকেটে ৩১৫ রান করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ডের শতরানের জুটির পর বল হাতে ঘুড়ে দাঁড়ায় ইংল্যান্ড। যার সুবাদে প্রথম দিনই নিউজিল্যান্ডের ৯ উইকেট শিকার করতে সক্ষম হয় ইংল্যান্ডের চার পেসার। নিউজিল্যান্ডের পক্ষে অধিনায়ক টম লাথাম ৬৩ ও মিচেল স্যান্টনার অপরাজিত ৫০ রান করেন। প্রথম দিন ব্যাট করার সুযোগ পেয়ে ১টি চার ও ৩টি ছক্কায় ১০ বলে ২৩ রান করেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা সাউদি।
হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। দলকে ১৮৫ বলে ১০৫ রানের সূচনা এনে দেন লাথাম ও উইল ইয়ং। ১০টি চারে ৪২ রান করা ইয়ংকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন পেসার গাস অ্যাটকিনসন।
ইয়ং না পারলেও হাফ-সেঞ্চুরির দেখা পান লাথাম। টেস্ট ক্যারিয়ারের ৩১তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ব্যক্তিগত ৬৩ রানে পেসার ম্যাথু পটসের শিকার হন কিউই দলপতি। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও মিডল অর্ডার ব্যাটাররা বড় কোন জুটি গড়তে না পারায় ২৩১ রানে সপ্তম উইকেট হারায় নিউজিল্যান্ড। এসময় পটস ও ব্রাইডন কার্সের বোলিং তোপে কেন উইলিয়ামসন ৪৪, রাচিন রবীন্দ্র ১৮, ড্যারিল মিচেল ১৪, টম ব্লান্ডেল ২১ ও গ্লেন ফিলিপস ৫ রানে আউট হন।
অষ্টম উইকেটে ৫৪ বলে ৪১ রানের জুটিতে উইকেট পতন ঠেকান স্যান্টনার ও ম্যাট হেনরি। ৮ রানে হেনরিকে আউট করে জুটি ভাঙেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। হেনরি ফেরার পর দশ নম্বরে ব্যাট হাতে নেমেই ঝড় তুলেন সাউদি। ১টি চার ও ৩টি ছক্কায় পর অ্যাটকিনসনের বলে থামেন ১০ বলে ২৩ রান করেন সাউদি। স্যান্টনারের সাথে নবম উইকেটে ১৭ বলে ৩১ রানের জুটিতে দলের রান ৩শ পার করেন সাউদি।
দলীয় ৩০৩ রানে সাউদি বিদায় নেওয়ার পর শেষ ব্যাটার উইলিয়াম ও’রুর্ককে নিয়ে ১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন স্যান্টনার। ৫৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫০ রানে অপরাজিত আছেন স্যান্টনার। খালি হাতে দিন শেষ করেন ও’রুর্ক। বল হাতে ইংল্যান্ডের পটস-অ্যাটকিনসন ৩টি করে এবং কার্স ২টি ও স্টোকস ১টি উইকেট নেন।