১৪ মিনিটে ৩ গোল খেয়ে পয়েন্ট হারালো ম্যানসিটি

Nov 27, 2024 - 17:49
১৪ মিনিটে ৩ গোল খেয়ে পয়েন্ট হারালো ম্যানসিটি

দীর্ঘ এক মাসের যে ঝড় ম্যানচেস্টার সিটির উপর দিয়ে গিয়েছিল, সেই ঝড় শেষের আভাস দিলেও থামলো না। দুঃসময়ও সিটিজেনদের পিছু ছাড়লো না। টানা হারের পর আবারও পয়েন্ট খোয়ালো পেপ গার্দিওলার দল। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে ফেইনুর্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছে তারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঘরের মাঠে ইতিহাস স্টেডিয়ামে সিটিকে দুইবার এগিয়ে নেন আরালিং হালান্ড। আরও একটি গোল করেন ইলকাই গুন্ডোয়ান। তিন গোলের এই সুখ অবশ্য দ্বিতীয়ার্ধেই শেষ হয়ে যায়। আনিস হজ মুসা, সান্তিয়াগো গিমেনেজ ও ডেভিড হাঙ্কোর গোলে এক পয়েন্ট আদায় করে নেয় ফেইনুর্ড।

ঘরের মাঠে শুরু থেকেই পজিশন ধরে রেখে খেলতে থাকে সিটি। তারই ধারাবাহিকতায় ৪৪তম মিনিটে হালান্ডের সফল স্পট কিকে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন গুন্ডোয়ান। এরপর ৫৮তম মিনিটে ব্যবধান তিনে নিয়ে আসেন হালান্ড।

তিন গোলে এগিয়ে সিটির প্রয়োজন ছিল রক্ষণ সামলে খেলা। তবে সেদিকে মনোযোগ দিতে পারলো না তারা। ফলাফল, ৭৫তম মিনিটে ব্যবধান কমান মুসা। ৮২তম মিনিটে ব্যবধান আরও কমান গিমেনেজ। আর নির্ধারিত সময় শেষের আগের মিনিটে আরেক গোলে হিসাব-নিকাশ উল্টে দেন হাঙ্কো। এই ড্রয়ের দলে পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে সিটি। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনুর্ড।