ঢাকা মহানগর ও জেলার ওএমএস খাতে গম বরাদ্দে অচলাবস্থা
জেষ্ঠ প্রতিবেদক
ঢাকা মহানগর এবং ঢাকা জেলায় ওএমএস কার্যক্রমে গম বরাদ্দে অস্থিরতা দেখা দিয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান নভেম্বর মাসের জন্য ওএমএস খাতে চাল ও আটা বিক্রির অনুমোদন দেন। তবে শর্ত ছিল যে বেসরকারি ময়দা মিলে গম বরাদ্দের ক্ষেত্রে সংশোধিত নীতিমালা অনুসরণ করতে হবে।
তবে বাস্তবে এই নীতিমালা অনুসরণ না করে নারায়ণগঞ্জের কিছু মিলকে বরাদ্দ প্রদান করা হচ্ছে। একটি চক্র সরকারি গম কালোবাজারে বিক্রি করে নিম্নমানের গম দিয়ে আটা তৈরি করে বাজারে সরবরাহ করছে।
নতুন সচিব দায়িত্ব গ্রহণের পর নীতিমালা প্রয়োগের উদ্যোগ নেন, কিন্তু এতে বাধা সৃষ্টি করছে একটি কুচক্রীমহল। এই পরিস্থিতিতে মিল মালিকরা প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে ওএমএস কার্যক্রম স্বাভাবিক হয় এবং জনগণ ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য পেতে পারে।