অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক

Dec 19, 2024 - 18:07
অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. রেজাউল হক।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টের চলমান অবকাশে প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভকেশান জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন।

বিচারপতি মো. রেজাউল হক ১৯, ২২, ২৪, ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর বেলা ১১ টায় শারীরিক উপস্থিতিতে চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হল।