অহনার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া
নাটকের অভিনেত্রী অহনা রহমান। কিছুদিন আগেই জানিয়েছিলেন অভিনয় থেকে ধীরে ধীরে বিদায় নেবেন তিনি। তবে এর কারণ জানাননি তিনি। আর এতেই বাধে গোলমাল। নেটিজেনদের একটি ভুল ধারণা সৃষ্টি হয় এ অভিনেত্রীকে নিয়ে।
অনেকেই ধরে নিয়েছেন মাতৃত্বকালীন ছুটি কাটাতে অভিনয় থেকে সরে যাচ্ছেন এ অভিনেত্রী। কেউ কেউ বলছেন, অভিনেত্রী গর্ভবতী। আবার অনেকেই বলছেন বিয়ে করে সংসারী হবেন। এ ছাড়াও আরো অনেক প্রশ্নের মুখে অবশেষে আবারো এর জবাব দিতে বাধ্য হলেন অহনা।
অভিনেত্রী বলেন, ‘আমি আসলে অভিনয় কমিয়ে দিচ্ছি, পারত পক্ষে আর অভিনয় করব না। নাটককে বিদায় জানাচ্ছি না। আপনারা যা ধারণা করছেন এমনটা হলে, কাজ থেকে একেবারেই বিদায় নিয়ে নিতাম। এটা একান্তই আমার ব্যক্তিগত একটি ইচ্ছা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া।’