অ্যাটকিনসনের হ্যাট্টিকের দিন চালকের আসনে ইংল্যান্ড

Dec 7, 2024 - 20:33
অ্যাটকিনসনের হ্যাট্টিকের দিন চালকের আসনে ইংল্যান্ড

পেসার গাস অ্যাটকিনসনের হ্যাট্টিকের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে সফরকারী ইংল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ৫৩৩ রানে এগিয়ে ইংলিশরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮০ রানের জবাবে অ্যাটকিনসন ও ব্রাইডন কার্সের বোলিং তোপে ১২৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ৩৭৮ রান করেছে ইংল্যান্ড।

ওয়েলিংটনে প্রথম দিনই অলআউট হয় ইংল্যান্ড। জবাবে দিন শেষে ৫ উইকেটে ৮৬ রান করেছিলো নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন খেলতে নেমে মাত্র ৪৫ মিনিট স্থায়ী হয়  নিউজিল্যান্ডের ইনিংস। বাকী ৫ উইকেটে ৫৩ বল খেলে ৩৯ রান যোগ করতে পারে কিউইরা। ইনিংসের ৩৫তম ওভারে অ্যাটকিনসনের হ্যাট্টিকে ১২৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

ওভারের তৃতীয় বলে নাথান স্মিথ চতুর্থ বলে ম্যাট হেনরি এবং পঞ্চম ডেলিভারিতে টিম সাউদিকে শিকার করে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে ৯৪ বছরের টেস্ট ইতিহাসে প্রথম হ্যাট্টিকম্যান হলেন অ্যাটকিনসন। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে ৪৭তম এবং ইংল্যান্ডের ১৫তম বোলার হিসেবে হ্যাট্টিক করেন অ্যাটকিনসন।

নিউজিল্যান্ডের মাটিতে হ্যাট্টিক করা তৃতীয় বোলার হলেন অ্যাটকিনসন। আগের দুই হ্যাট্টিকম্যানও ছিলেন ইংল্যান্ডের বোলার। ১৯৩০ সালে ক্রাইসটচার্চে ডান-হাতি পেসার মরিস অ্যালম ও ২০০৮ সালে হ্যামিল্টনে বাঁ-হাতি পেসার রায়ান সাইডবটম হ্যাট্টিক করেছিলেন। হ্যাট্টিক পাওয়া ইনিংসে ৮ দশমিক ৫ ওভার বল করে ৩১ রানে ৪ উইকেট নেন অ্যাটকিনসন। এছাড়াও ৪ উইকেট নেন কার্স।

১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জ্যাক ক্রলিকে (৮) হারায় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ২২০ বলে ১৮৭ রানের জুটিতে ইংল্যান্ডের বড় লিডের পথ তৈরি করেন আরেক ওপেনার বেন ডাকেট ও জ্যাকব বেথেল। জুটি গড়ার পথে সেঞ্চুরির সম্ভাবনা জাগান তারা। কিন্তু দু’জনকেই নাভার্স-নাইন্টিতে বিদায় দেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি।

৬টি চার ও ১টি ছক্কায় ১১২ বলে ডাকেট ৯২ এবং ১০টি চার ও ৩টি ছক্কায় ১১৮ বলে ৯৬ রান করেন বেথেল। দলীয় ২১১ রানের মধ্যে ডাকেট ও বেথেল ফেরার পর জোড়া হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডকে বড় লিড এনে দেন জো রুট ও হ্যারি ব্রুক। ৫টি চারে ব্রুক ৫৫ রানে থামলেও, ৫টি বাউন্ডারিতে দিন শেষে ৭৩ রানে অপরাজিত আছেন রুট। তার সাথে ৩৫ রানে অপরাজিত অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের সাউদি ও হেনরি ২টি করে উইকেট নিয়েছেন।