আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অপরিবর্তিত বাংলাদেশ নারী দল

Dec 7, 2024 - 20:33
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অপরিবর্তিত বাংলাদেশ নারী দল

এক ম্যাচ বাকী থাকতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারলেও, আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচের জন্য বাংলাদেশ নারী দলে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে সকাল ১০টায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। ঐ ম্যাচের জন্য সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডের উপর আস্থা রেখেছে বিসিবি। আইরিশদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

প্রথম ম্যাচে ১২ রানে এবং আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৪৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। সিরিজ জয় নিশ্চিতের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়ে আইরিশরা। আগামী বছর ভারতে শুরু হতে যাওয়া আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখতে টি-টোয়েন্টির আগে আয়ার‌্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল : নিগার সুলতানা জোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আকতার, শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আকতার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।