ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

Dec 3, 2024 - 19:46
ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে যে, তাদের বাহিনী দক্ষিণ-পূর্ব ফ্রন্টে অগ্রসর হয়ে ইউক্রেনের আরও দুটি গ্রাম দখল করেছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

সেনাবাহিনী টেলিগ্রামে এক পোস্টে জানায়, দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলের নোভোদারিভকা ও পূর্ব ডোনেটস্ক অঞ্চলের রোমানভিকা গ্রাম দখল করা হয়েছে।whatsapp sharing button