ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের ১২ রক্ষী নিহত
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলছে যে আজ সকালে গাজার দক্ষিণে ইসরাইলের পৃথক দুটি বিমান হামলায় ফিলিস্তিনের ১২ জন রক্ষী নিহত হয়েছে, খবর এএফপি’র।
সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেছে এদের মধ্যে ৭ জন নিহত হয়েছে রাফায়, বাকি ৫ জন মারা যায় খান ইউনিসে। ঐসব রক্ষীরা এইড ট্রাকের দেখভাল করছিল। এ ব্যাপারে ইসরাইলি মিলিটারি তাৎক্ষনিক ভাবে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।