ইসরাইলি হামলার প্রতিশোধ নেয়া ঠিক হবে না ইরানের : ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইসরাইলে গত ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেল আবিব প্রতিশোধমূলক ইসলামিক প্রজাতন্ত্র ইরানে শুক্রবার ভোরে বিমান হামলা চালিয়েছে। স্টারমার শনিবার বলেছেন, ইসরাইলি হামলার প্রতিশোধ নেয়া ইরানের ঠিক হবেনা।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়ায় অবস্থানরত স্টারমার বলেছেন, ‘হামলার প্রশ্নে আমি মনে করি আমাদের পরিস্কার হওয়া দরকার যে, ইসরাইল নিজেদের আত্মরক্ষার অধিকার রাখে। কিন্তু আমরা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। একারণে আমি আজ বিষয়টি নিয়ে স্পষ্ট করে বলছি, ইরানের উচিত হবেনা ইসরাইলি হামলার প্রতিশোধ নেয়া।’