এইচ এম এরশাদের প্রতিকৃতিতে জাতীয় পার্টির শ্রদ্ধা
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ (এইচ এম) এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে দলটি।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এইচ এম এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এতে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান ও ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনসহ প্রায় ২০ জন উপস্থিত ছিলেন।