কমলাকে ‘কম বুদ্ধি সম্পন্ন ব্যাক্তিত্ব’ বললেন ট্রাম্প

Oct 29, 2024 - 18:47
কমলাকে ‘কম বুদ্ধি সম্পন্ন ব্যাক্তিত্ব’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচারণা চালাতে গিয়ে অশালীন কথাবার্তা বলে যাচ্ছেন। তিনি একদিকে যেমন কমলাকে ‘কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব’ এবং অপরদিকে অভিবাসীদের ‘খারাপ ও রক্ত পিপাসু’ বলে অভিহিত করেছেন। এতে তার নির্বাচনে বিরুপ প্রভাব ফেলবে। তার ভোট চলে যাবে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে।

সংবাদ সংস্থা ‘মেনা’র (মিডল ইষ্ট নিউজ এজেন্সি) উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়। নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী বেশ জোরে শোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষ সময়ের প্রচারণায় ট্রাম্প কিছুটা বেশামাল ও বিদ্বেষমুলক মন্তব্য করে যাচ্ছেন। গত রোববার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্প ‘বর্ণবাদ ও অবৈধ অভিবাসন’ বিরোধী অশালীন ভাষায় মন্তব্য করে সমাবেশ শুরু করেন।

এদিকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের লাগামহীন বক্তব্য নির্বাচনে বিরুপ প্রভাব ফেলবে। তার ভোট চলে যাবে কমলার ঝুলিতে।এর ফলে ট্রাম্পের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সমাবেশে ট্রাম্প অভৈধ অভিবাসন বন্ধ এবং অভিবাসীদের আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। তিনি অভিবাসীদের ‘খারাপ এবং রক্তপিপাসু’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘আমি আমেরিকার ইতিহাসে নির্বসন কর্মসুচি চালু করবো। রিপাবলিকান প্রার্থী বলেছেন, ‘প্রতিটি শহর থেকে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেব।’ এছাড়া সমাবেশে তিনি কমলাকে ‘কম বুদ্ধি সম্পন্ন ব্যাক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তার সঙ্গে সুর মিলিয়ে সাবেক আইনজীবী গিউলিয়ানিও দাবি করেছেন ইসরাইল-হামাস যুদ্ধে কমলা ‘সন্ত্রাসীদের পক্ষে’ অবস্থান নিয়েছেন। বিভিন্ন জরিপে দেখা গেছে এবারের নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ যে, বেশ কয়েকটি ভাসমান রাজ্যের ভোটের ফলাফলের ওপর নির্ভর করবে নির্বাচনে জয়-পরাজয়।