কলাপাড়ায় জেলা পর্যায়ের শাপলা কাব ও প্রেসিডেন্ট এওয়ার্ড মূল্যায়ন-২০২৩ অনুষ্ঠিত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট এওয়ার্ড জেলা পর্যায়ের মূল্যায়ন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
কেন্দ্র সমন্বয়কারী এবং মূল্যায়ন পরিচালনা করেন কলাপাড়া স্কাউটস সাধারণ সম্পাদক এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়'র সিনিয়র শিক্ষক মো.নুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা স্কাউট কমিশনার মো.সুলতান আহম্মেদ, উপ-পরিচালক পটুয়াখালী ও বরগুনা জেলা সাকিলা ইয়াসমিন, জেলা স্কাউট লিডার সাইয়েদুল হক আজাদ, জেলা কাব-স্কাউট লিডার মো.কাইউম ও পটুয়াখালী সদর উপজেলা স্কাউট লিডার শাহানাজ পারভীন।
এসময় আরো উপস্থিত ছিলেন স্কাউটস সহ-সভাপতি ও কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, উপজেলা স্কাউটস কমিশনার ও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়'র প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, উপজেলা স্কাউটস লিডার মো.নিজাম উদ্দিন, সহ-সভাপতি ইকবাল বাসার খান, সহ-কমিশনার ও মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুজ শাকিব কনা, মো.মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মামানৈ, সদস্য মো.মোয়াজ্জেম হোসেন, সঞ্জয় সিকদার ও শাহ-আলম প্রমুখ।
কলাপাড়ার মাধ্যমিক স্তরের প্রেসিডেন্ট এওয়ার্ড'র জন্য ৩৪ জন স্কাউট শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয়ের ৬১ জন কাব স্কাউট শিক্ষার্থী এ মূল্যায়নে অংশগ্রহণ করেন। এ সময় ৪০ মিনিট লিখিত পরীক্ষা, ভাইভা এবং প্রাকটিকাল (সাঁতার) কার্যক্রম'র মাধ্যমে মূল্যায়ন অনুষ্ঠিত হয়।