কলাপাড়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ৮ দফার দাবিতে সংখ্যালঘুদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখা সোমবার সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনের সড়কে এ আয়োজন করে। এতে উপজেলা বিভিন্ন ইউনিয়নের সংখ্যালঘু পরিবারের নারী পুরুষ অশংগ্রহন করেন।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও মদন মোহন সেবাশ্রমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সহ সভাপতি ডা.সুভাষ চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক মংটেনসুয়ে রাখাইন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক অমল কর্মকার, শিক্ষিকা নমিতা দত্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর থেকে সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, বসতঘর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকার পরিবর্তনের সাথে সাথে এভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে দেশ স্বাধীনের পর থেকে। তাই এ নির্যাতন বন্ধে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।