কিউবায় ১৯৯৭ সালে হোটেলে বোমা হামলাকারীর মুক্তি
৩০ বছর কারাভোগের পর কিউবান সরকার সোমবার সালভাদরিয়ান নাগরিক রাউল আর্নেস্টো ক্রুজ লিওনকে মুক্তি দিয়েছে। রাউল আর্নেস্টো ১৯৯৭ সালে হাভানার একটি বিলাসবহুল হোটেলে বোমা হামলার দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছিলেন। স্থানীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে। সরকারি নিউজ পোর্টাল কিউবেডেট জানিয়েছে, ‘আজ সাজা শেষ হওয়ার পর ক্রুজ লিওনকে মুক্তি দেওয়া হয়েছে।
ক্রুজকে মুক্তি দেওয়ার মাধ্যমে এটাই প্রমাণ করে যে, কিউবা তার আইনকে সম্মান করে এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দেয়। শুধু তাই নয়, যারা গুরুতর অপরাধ করে তাদের জন্যও কিউবা সরকার ন্যায়বিচার নিশ্চিত করে।’ হাভানা থেকে এএফপি এই খবর জানায়। আর্নেস্টো ক্রুজকে ১৯৯৭ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়েছিল এবং কয়েকটি হোটেল টার্গেট করে ৬টি বোমা হামলা চালানোর কথা স্বীকার করেছিল।
বোমা হামলায় ইতালির একজন পর্যটক মারা গিয়েছিলেন। ক্রুজকে ১৯৯৯ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তখন তার বয়স ছিল ২৭ বছর। কিউবার সুপ্রিম কোর্ট ২০১০ সালে তার সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে ৩০ বছরের কারাদণ্ড দেয়। সালভাদরের আরো এক ব্যক্তি অটো রেনে রদ্রিগেজ লেরেনাকেও বোমা হামলার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
তাকেও ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। লেরেনা ১৯৯৭ সালের আগস্টে হাভানার বিলাসবহুল মেলিয়া-কোহিবা হোটেলে বোমা হামলা এবং কিউবায় দু’টি শক্তিশালী বোমা পাচারের চেষ্টার কথা স্বীকার করে। কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। অবশ্য যুক্তরাষ্ট্র বরাবরই এই অভিযোগ অস্বীকার করে।