কুমিল্লায় অবৈধ ভারতীয় মালামাল ও মাদক জব্দ করেছে বিজিবি
জেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অভিযানে বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, শনিবার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া, বুড়িচংয়ের শংকুচাইল, শশীদল এবং বিভিন্ন বিওপি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ৩৫৬টি, কিসমিস ৬৯ কেজি, বাসমতি চাল একহাজার ৪০৪ কেজি, দু’টি গরু, চারহাজার ৩২০ পিস চকলেট, চিনি পাঁচহাজার ৪৮০ কেজি, চুঁড়ি ১১৩ প্যাকেট, জিরা ৪৩ কেজি, জুতা ৫৮ জোড়া, ফুচকা ২১৩ প্যাকেট, বাংলাদেশী রসুন ২৮ কেজি, বিভিন্ন প্রকার কাপড় ২৮৩ পিস, রেডবুল তেল ৮৪ বোতল। এছাড়াও ইস্কাফ সিরাপ, হুইস্কি, ফেন্সিডিল-সহ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯২ হাজার দুইশ’ টাকা।