কে পাচ্ছেন ব্রাজিলের ১০ নাম্বার জার্সি?
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে চলতি সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল। যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও উরুগুয়ে। চোটের কারণে এই দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ১০ নম্বর জার্সিধারী রদ্রিগো। ফলে নভেম্বরের ম্যাচ দুটিতে কে ১০ নম্বর জার্সি পরবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।
ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র নিশ্চিত করেছেন কার গায়ে উঠতে যাচ্ছে সেলেসাওদের বিখ্যাত ১০ নম্বর জার্সি। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটির জন্য বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে উঠছে বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহার গায়ে।
গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান নেইমার। ফলে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পান রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো। এবার রদ্রিগোও ইনজুরিতে ছিটকে যাওয়ায় রাফিনহা পাচ্ছেন পেলে, রোনালদিনহো, কাকা, নেইমারসহ বিখ্যাত সব তারকার গায়ে ওঠা জার্সিটি।
চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দারুণ ফর্মে আছেন রাফিনহা। এই উইঙ্গার সব টুর্নামেন্ট মিলিয়ে ১৭ ম্যাচে ১২ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন। জাতীয় দলের হয়েও ভালো ফর্মে আছেন রাফিনহা। অক্টোবরে পেরুর বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন এই উইঙ্গার। এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনে ম্যাচটি খেলবে সফরকারী ব্রাজিল। এরপর আগামী ২০ নভেম্বর ঘরের মাঠ ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।