কোরআন পড়ে ফেরার পথে ৫ শিশু নিহত, সড়ক অবরোধ

Sep 29, 2024 - 19:28
কোরআন পড়ে ফেরার পথে ৫ শিশু নিহত, সড়ক অবরোধ

খন্দকার মফিজুর রহমান

কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার উপজেলার কুঠিপাড়া এলাকার মাইক্রোবাসের ধাক্কায় ৫ শিশু নিহত হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - হানিফ মন্ডলের মেয়ে মিম (১০), পালন সরদারের মেয়ে তানজিলা (১১) ও মারিয়া (১০), হেলাল উদ্দিনের মেয়ে যুথী (১০) ও আনারুল ইসলামের মেয়ে ফাতেমা (১০)। তারা মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত আজও শিশুরা কুঠিপাড়া জামে মসজিদে কোরআন শরীফ পড়ে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখী কালো রঙের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুদের ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কুঠিপাড়া জামে মসজিদের ইমাম মাওওলানা আব্দুল হক জানান, প্রতিদিন ফজরের নামাজ শেষে এলাকার অনেক শিশু কোরআন শরীফ পড়তে আসে। নিহত ও আহত শিশু গুলোর বাড়ি একই পাড়ায় হওয়ার ওরা কজন একসাথে আসা যাওয়া করে। মসজিদ থেকে আজও পড়া শেষে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এমন মৃত্যু আগে কখনো দেখিনি এ মৃত্যু মেনে নেয়ার মতো নয়।

এদিকে সকাল থেকেই এলাকাবাসী কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রাস্তার দুই প্রান্তে শত শত গাড়ি আটকে আছে। বিক্ষোভকারীরা ঘটনার বিচার দাবি জানাচ্ছেন। পরিস্থিতি শান্ত করতে খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নিহত ও আহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয় এবং বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান।

আমজাদ হোসেন বলেন, এক সঙ্গে এতো গুলো শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান তিনি।

খোকসা থানার অফিসার ইনচার্জ আন-নুর যায়েদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে যান চলাচলের জন্য পুলিশ কাজ করছে।