কোহলির জরিমানা
অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন ১৯ বছর বয়সী অভিষিক্ত স্যাম কোনস্টাসের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করায় বিরাট কোহলির ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে সাথে তাকে এক ডিমেরিট পয়েন্টও উপহার দেয়া হয়েছে। মেলবোর্ন টেস্টের প্রথম দিন সকালে অস্ট্রেলিয়ার ইনিংসের ১০ম ওভার শেষে কোনস্টাস ক্রিজ ছেড়ে অপর প্রান্তে এগিয়ে আসার সময় কোহলি ইচ্ছে করে তার ঘাড়ে ধাক্কা লাগানোর সময় ঘটনাটি ঘটেছে।
উভয় খেলোয়াড়ই ঐ সময় একে অপরের দিকে তাকিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। ঐ সময় কোনস্টাসের সাথে উদ্বোধনী জুটিতে খেলতে নামা উসমান খাজা ও আম্পায়ার মাইকেল গফ দুজনকে সড়িয়ে দেন। আইসিসি’র কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে জরিমানা করা হয়েছে। একজন খেলোয়াড়, প্লেয়ার সাপোর্ট কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তির সাথে অনুপযুক্ত শারীরিক যোগাযোগ (আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন দর্শক সহ) এই আইনের আওতাভুক্ত।
কোহলি তার শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি। টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে ওভার শেষ হবার পর কোনস্টাস ক্রিজের অন্য প্রান্তে আসার সময় কোহলি বল হাতে নিয়ে পিচ থেকে বেরিয়ে এসে সরাসরি কোনস্টাসের দিকে এগিয়ে যান ও তার ঘাড়ে ধাক্কা দেন।