খুনি হাসিনার ফাসির দাবিতে দারুস সালাম থানা বিএনপি'র সকল অঙ্গ সংগঠনসহ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার
গতকাল বাদ আসর মোস্তফা জগলুল পাশা পাপেল এর দিকনির্দেশনায় ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগবাড়ি ক্লাব মসজিদের সম্মুখ হতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ শুরু করে মিরপুর বেড়ী বাদ হয়ে পর্বত সিনেমা হলের সামনে দিয়ে গাবতলী বাস টার্মিনাল হয়ে খালেক সিটি সংলগ্ন (খালেক সাহেবের মসজিদ) এর সম্মুখে গিয়ে মিছিলটি শেষ করেন। মিছিল শেষে বিএনপির নেতা কর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। নেতাকর্মীরা তাদের বক্তব্য তুলে ধরেন সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।মিছিল শেষে গাবতলী বাস টার্মিনাল খালেক সাহেবের মসজিদের সামনে গণজমায়েতে ৯ ও ১০ ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এসব কথা তুলে ধরেন। উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের অংশগ্রহণে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা মহানগর উত্তরের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এর নেতৃবৃন্দ। বিএনপির কর্মীরা মিছিলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।মিছিলে স্লোগানে মুখরিত ছিল খুনি হাসিনার বিচার চাই। মিছিলে স্লোগান দেন হাফিজুল হাসান শুভ্র (সাবেক সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি), সায়েম মন্ডল (যুগ্ন- আহবায়ক দারুস সালাম থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর), আলমগীর হোসেন ভুট্টো (যুগ্ন- আহবায়ক দারুস সালাম থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর), সোহেল খান (যুগ্ন আহবায়ক দারুস সালাম থানা), সাইফুল নবী খালেদ, হুমায়ুন কবীর, আমানুল্লাহ আমান, ডাঃ ইয়াসিন, লিটন ভূঁইয়া, মনোয়ার ইসলাম।
শফিকুর রহমান (সভাপতি ৯ নম্বর ওয়ার্ড বিএনপি), আফজাল খান (সিনিয়র সহ-সভাপতি ৯ নম্বর ওয়ার্ড), মোশারফ হোসেন রতন (সাধারণ সম্পাদক ১০ নম্বর ওয়ার্ড), জহিরুল ইসলাম জহির (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ১০ নম্বর ওয়ার্ড), সোহেল রানা (সাংগঠনিক সম্পাদক ১০ নম্বর ওয়ার্ড বিএনপি), শ্যামল আহমেদ রাসেল (সাবেক সভাপতি দারুস সালাম থানা ছাত্রদল)। এ ছাড়া যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।