গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রোপাগান্ডা: ফখরুল
সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি ফেইক প্রপাগান্ডা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণজাগরণকে ব্যর্থ প্রমাণ করার জন্য ও নতুন সরকারকে ব্যর্থ করার জন্য একটি মহল মিথ্যা ও বানোয়াট নাটকের প্রচারণা চালাচ্ছে। আমার বিশ্বাস কেউ এটা বিশ্বাস করবে না। সোমবার রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে আন্তর্জাতিক মহলে এগিয়ে নিতে সফল হবেন। দ্রুততার সঙ্গে একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে।
আমেরিকাকে সেন্টমার্টিন দেয় নাই বলে ক্ষমতা ছাড়তে হয়েছে- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, নিজে যখন ব্যর্থ হয় তখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেন, এটা তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। তারা সবাই জনগণকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে।