গার্মেন্টস কর্মী হত্যা, শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

Aug 20, 2024 - 18:06
গার্মেন্টস কর্মী হত্যা, শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আদাবর এলাকায় গুলিতে গার্মেন্টস কর্মী সোহেল রানাকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে মো. ইব্রাহিম এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদাবর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাঈনুল হোসেন খান নিখিল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, রিয়াজ মাহমুদ, শেখ বজলুর রহমান, মাহবুব রহমান, মাসুম বিল্লাহ ও মো.রশিদ।