চলতি সপ্তাহের শেষ দিকে মিয়ানমার-থাইল্যান্ড নিরাপত্তা বৈঠক

Dec 17, 2024 - 19:01
চলতি সপ্তাহের শেষ দিকে মিয়ানমার-থাইল্যান্ড নিরাপত্তা বৈঠক

মিয়ানমারের সামরিক-জান্তা নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশি থাইল্যান্ডের সঙ্গে সীমান্তে নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে ব্যাংকক সফরে যাবেন। সামরিক জান্তার এক মুখপাত্র গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। ইয়ানগুন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

মুখ পাত্র জো মিন তুন এক অডিও বিবৃতিতে বলেছেন, ‘পররাষ্ট্র মন্ত্রী থান সুই আগামী বৃহস্পতিবার মিয়ানমার ও প্রতিবেশি দেশগুলোর’ সঙ্গে বৈঠকে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। তিনি বলেন, এছাড় পররাষ্ট্র মন্ত্রী প্রতিবেশি চীন, লাওস, থাইল্যান্ড,ভারত এবং বাংলাদেশের ‘মন্ত্রী, উপমন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের’ সঙ্গেও বৈঠক করবেন।

‘তারা মুলত সীমান্ত ইস্যু যেমন আন্তঃসীমান্ত অপরাধ এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তঃসীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করার বিষয় নিয়ে আলোচনা করবেন।’ ২০২১ সালে সামরিক অভ্যূন্থানের পর থেকে মিয়ানমারে চরম অস্থিরতা বিরাজ করছে।