চীনা নির্মাণস্থলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু : জরুরি ব্যুরো
চীনের পূর্বাঞ্চলে একটি নির্মাণস্থলে অগ্নিকাণ্ডে নয়জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি রোববার এ খবর জানায়। জরুরি ব্যুরো একটি রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, শনিবার দুপুর ১টার দিকে (গ্রিনিচ মান সময় ৫০০ টায়) শানডং প্রদেশের রোংচেং নগরীর একটি অসমাপ্ত গুদামে আগুন লেগে যায়।
জরুরি ব্যুরো শনিবার জানায়, নয় জন ‘নিখোঁজ’ রয়েছে। তারা আগুন নেভাতে এবং উদ্ধার অভিযান শুরু করার জন্য কাজ করে যাচ্ছে। তবে এটি রোববার অপর এক বিবৃতিতে বলেছে, ক্ষতিগ্রস্থদের খুঁজে পাওয়া গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অক্টোবরে প্রধান নগরী চেংদুতে এক অগ্নিকাণ্ডে ২৪ জনকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। জুলাই মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিগং নগরীর এক শপিং সেন্টারে আগুন লেগে ১৬ জনের মৃত্যু হয়েছে।