ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইইবি) এর গেটের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
এ সময় বিএনপির কেন্দ্রীয় দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে রক্তদান কর্মসূচিতে ২৫০ থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।