জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল আফগানিস্তান

Dec 14, 2024 - 17:51
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল আফগানিস্তান

ব্যাটিং-বোলিং নৈপুন্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা এনেছে আফগানিস্তান। গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তান ৫০ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিলো জিম্বাবুয়ে। ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে ৩৩ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। চতুর্থ উইকেটে ৪৩ বলে ৫৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন ডারউইশ রাসুলি ও আজমতুল্লাহ ওমরজাই। ২টি ছক্কায় ওমরজাই ২৮ রানে থামলেও টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন রাসুলি।

ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে আউট হবার আগে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন রাসুলি। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে আফগানিস্তান। ৬টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৫৮ রান করেন রাসুলি। জিম্বাবুয়ের ট্রেভর গুয়ান্ডা ও রায়ান বার্ল ২টি করে উইকেট নেন। ১৫৪ রানের টার্গেটে আফগানিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় ৫৭ রানে পঞ্চম ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে।

পাঁচ নম্বরে নামা সিকান্দার রাজার সর্বোচ্চ ৩৫ রানে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় জিম্বাবুয়ে। ইনিংসের ১৪ বল বাকী থাকতে ১০৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বল হাতে দলের পক্ষে নাভিন উল হক ও অধিনায়ক রশিদ খান ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রাসুলি। আজ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।