তিলকের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এগিয়ে গেল ভারত
বাঁ-হাতি ব্যাটার তিলক ভার্মার সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ভারত। গতরাতে সিরিজের তৃতীয় ম্যাচে ভারত ১১ রানে হারিয়েছে প্রোটিয়াদের। সিরিজের প্রথম ম্যাচে ভারত ৬১ রানে এবং দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে জিতেছিলো।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ৫৬ বলে অপরাজিত ১০৭ রান করে ম্যাচ সেরা হন তিলক। ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি। সেঞ্চুরিয়ানে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনের শিকার হয়ে খালি হাতে বিদায় নেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন।
সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও রানের দেখা পাননি তিনি। এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি পাঁচবার শূন্যতে আউট হওয়ায় জিম্বাবুয়ের রেগিস চাকাবভার পাশে বসলেন স্যামসন। সতীর্থকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর ছড়ি ঘুড়িয়েছেন ওপেনার অভিষেক শর্মা ও তিন নম্বরে নামা তিলক। ৫২ বলে ১০৭ রানের জুটি গড়েন দু’জনে। মাত্র ২৪ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেন অভিষেক। ৩টি চার ও ৫টি ছক্কায় ২৫ বলে ৫০ রান করেন অভিষেক।
দলীয় ১৩২ রানের মধ্যে অধিনায়ক সূর্যকুমার যাদব ১, হার্ডিক পান্ডিয়া ১৮ রানে ফিরলেও ভারতের রানের চাকা ঘুড়িয়েছেন তিলক। পঞ্চম উইকেটে রিঙ্কু সিংয়ের সাথে ৩০ বলে ৫৮ রান যোগ করেন তিলক। ৩২ বলে হাফ-সেঞ্চুরির পর ৫১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তিলক। ৮টি চার ও ৭টি ছক্কায় ৫৬ বলে তিলকের অপরাজিত ১০৭ রানের উপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ পায় ভারত। এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি আটবার ২শ রান করার বিশ^রেকর্ডের মালিক হয় টিম ইন্ডিয়া। আন্দিলে সিমেলেন ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন।
২২০ রানের টার্গেটে উপরের সারির ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে দশম ওভারে ৮৪ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মিডল অর্ডারে হেনরিচ ক্লাসেনের ১টি চার ও ৪টি ছক্কায় ২২ বলে ৪১ রানে কল্যাণে লড়াইয়ে টিকে থাকে প্রোটিয়ারা।
ক্লাসেন ফেরার পর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে দক্ষিণ আফ্রিকার জয়ের আশা বাঁচিয়ে রাখেন মার্কো জানসেন। শেষ দুই ওভারে ৫১ রান প্রয়োজন পড়ে প্রোটিয়াদের। ভারত পেসার হার্ডিক পান্ডিয়ার ১৯তম ওভারে ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ রান তুলেন জানসেন। তার ১৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরিতে শেষ ওভারে জয়ের জন্য ২৫ রানের সমীকরণ দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার।
শেষ ওভারের তৃতীয় বলে পেসার অর্শদীপ সিংয়ের বলে জানসেন আউট হলে, ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারিতে ১৭ বলে ৫৪ রান করেন জানসেন। অর্শদীপ ৩টি ও স্পিনার বরুণ চক্রবর্তী ২টি উইকেট নেন। আগামীকাল জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।