দক্ষিণ বৈরুতে ইসরায়েলি অভিযান
ইসরায়েলের সেনাবাহিনী নতুন করে সরে যাওয়ার আহ্বান জানানোর পর লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রোববার দক্ষিণ বৈরুতে ইসরায়েলি অভিযানের খবর দিয়েছে। বৈরুত থেকে এএফপি এখবর জানায়।
সরকারি সংবাদ সংস্থা মধ্যরাতের পরপরই বলেছে, ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলিকে ‘লক্ষ্যবস্তু’ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এর আগে লেবাননের রাজধানীর দক্ষিণ শহরতলির আশেপাশের দুটি এলাকার বাসিন্দাদের তাদের বাড়িঘর খালি করার আহ্বান জানায়।
ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে বলেছেন ‘আপনি হিজবুল্লাহর সুবিধা এবং স্বার্থের কাছাকাছি রয়েছেন, যার বিরুদ্ধে আইডিএফ অদূর ভবিষ্যতে কাজ করবে।’