দারুসসালাম থানার বিভিন্ন স্পটে শুরু হয়েছে বিশেষ নিরাপত্তা চেকপোস্ট

Nov 9, 2024 - 17:56
দারুসসালাম থানার বিভিন্ন স্পটে শুরু হয়েছে বিশেষ নিরাপত্তা  চেকপোস্ট

বিশেষ প্রতিনিধি

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে ঢাকার প্রবেশ পথ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে ডিএমপি। তারই ধারাবাহিকতা গত  রবিবার  বিকেল চারটা থেকে দারুস সালাম থানা পুলিশ আমিন বাজার ব্রিজ সংলগ্ন পর্বত সিনেমা হল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে চেকপোস্ট কার্যক্রম শুরু করে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন এবং পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন শিকদাদের নেতৃত্বে পুলিশের দুটি চৌকস টিম পর্বত সিনেমা হলের সামনে ও মিরপুর বাংলা কলেজের সামনে বিকাল ৪টা থেকে রাত ১২ টা পর্যন্ত জোরালো চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে। দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন বলেন, ডিসি (মিরপুর) মোহাম্মদ মাকছুদের রহমান স্যার পুরো বিষয়টির তদারকি করছেন। গত রবিবার থেকেই মুলত: আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। মূলত: থানা এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন  ঢাকা মহানগরীর বছিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, আবদুুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া এবং তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় ডিএমপির বিশেষ এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুই শিফটে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম শিফট বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে।

দ্বিতীয় শিফট রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সব যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করছে ঢাকা মহানগর পুলিশ ।