দিবা-রাত্রির টেস্ট জিতে ভারতের বিপক্ষে সিরিজে সমতা ফেরালো অস্ট্রেলিয়া
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে সমতা ফেরালো স্বাগতিক অস্ট্রেলিয়া। এডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে দিবা-রাত্রির ম্যাচের তৃতীয় দিন ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অসিরা। পার্থে সিরিজের প্রথম টেস্টে ২৯৫ রানে জিতেছিলো ভারত। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।
সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে হারের শঙ্কায় পড়েছিলো সফরকারী ভারত। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ১২৮ রান তুলেছিলো টিম ইন্ডিয়া। ৫ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ছিলো ভারত। উইকেটরক্ষক ঋসভ পান্ত ২৮ ও নিতিশ কুমার রেড্ডি ১৫ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিনের পঞ্চম বলে অস্ট্রেলিয়াকে উইকেট শিকারের আনন্দে মাতান পেসার মিচেল স্টার্ক। ৫টি চারে ২৮ রান করা পান্তকে শিকার করেন স্টার্ক। এরপর লোয়ার অর্ডারে রবীচন্দ্রন অশ্বিনকে ৭ ও হার্ষিত রানাকে শূন্যতে শিকার করে ভারতকে হারের মুখে ঠেলে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স। ১৫৩ রানে অষ্টম উইকেট হারায় ভারত।
নবম উইকেটে জসপ্রিত বুমরাহর সাথে ১৩ রান যোগ করে ভারতকে লিড এনে দেন রেড্ডি। দলীয় ১৬৬ রানে রেড্ডিকে বিদায় করে টেস্ট ক্যারিয়ারে ১৩তমবারের মত ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান কামিন্স। অধিনায়ক হিসেবে অষ্টমবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি।
৬টি চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৪২ রান করে রেড্ডি ফেরার পর শেষ উইকেটে ৯ রান আসলে ১৭৫ রানে অলআউট হয় ভারত। আজ বাকী ৫ উইকেটে ৪৭ রান যোগ করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। এই টেস্টের দুই ইনিংসে ভারতের কোন ব্যাটারই ৫০ রানের গন্ডি পার করতে পারেনি। সর্বশেষ ২০২১ সালে সাউদাম্পটনে
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এমন ঘটনা ঘটেছিলো টিম ইন্ডিয়ার। এই ইনিংসে বল হাতে অস্ট্রেলিয়ার কামিন্স ৫৭ রানে ৫টি, স্কট বোল্যান্ড ৩টি ও স্টার্ক ২টি উইকেট নেন। জয়ের জন্য ১৯ রানের টার্গেট ২০ বল খেলেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ন্যাথান ম্যাকসুয়েনসি ১০ ও উসমান খাজা ৯ রানে অপরাজিত ছিলেন।
এখন পর্যন্ত ১৩টি দিবা-রাত্রির টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এরমধ্যে ১২টিতে জয় ও ১টিতে হেরেছে অসিরা। এরমধ্যে এডিলেডে খেলা আট টেস্টের সবগুলোতেই জিতেছে তারা। প্রথম ইনিংসে ১৪১ বলে ১৪০ রান করায় ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এই জয়ে ভারতকে হটিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৪ ম্যাচে ৬০.৭১ শতাংশ পয়েন্ট আছে অসিদের।
অস্ট্রেলিয়ার কাছে হেরে তৃতীয়স্থানে নেমে গিয়েছে ভারত। ১৬ ম্যাচে ৫৭.২৯ শতাংশ পয়েন্ট আছে টিম ইন্ডিয়ার। ৯ ম্যাচে ৫৯.২৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৪ ডিসেম্বর থেকে ব্রিজবেনে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।