দুই ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

Sep 26, 2024 - 19:58
দুই ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংকের দুজন উদ্যোক্তা নির্ধারিত সময়ের মধ্যে তাদের শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন বলে ঘোষণা দিয়েছেন। ব্যাংক দুটি হলো— শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ওয়ান ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল ইসলামী ব্যাংক: কোম্পানিটির উদ্যোক্তা মো. তোফাজ্জল হোসেনের কাছে থাকা ৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। বর্তমান বাজারমূল্যে ডিএসই’র পাবলিক মার্কেটে শেয়ার বিক্রি করেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন এই উদ্যোক্তা।

ওয়ান ব্যাংক: কোম্পানিটির উদ্যোক্তা হেফাজাতুর রহমানের কাছে থাকা ১৫ লাখ ৩৪ হাজার ২১০টি শেয়ারের মধ্যে থেকে ১৪ লাখ ১১ হাজার ৭৪২টি শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। বর্তমান বাজারমূল্যে ডিএসই’র পাবলিক মার্কেটে শেয়ার বিক্রি করেন তিনি। গত ১২ সেপ্টেম্বর শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন এই উদ্যোক্তা।