পচা-বাসী খাবার বিক্রির অভিযোগ মিঠাইয়ের বিরুদ্ধে
মাফিজুল ইসলাম বন্ধন
স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও কোমলমতি শিশুসহ প্রায় সব বয়সী মানুষের প্রিয় খাবারের তালিকায় থাকে বেকারি ও ফাস্টফুড এর খাদ্য সামগ্রী । তবে বেশিরভাগ বেকারি ও ফাস্টফুডের তৈরির সামগ্রীও ভেজাল পণ্য, নিরাপদ মনে করে বিষ কিনে খাচ্ছেন কি মানুষ !
বিভিন্ন স্থানে গড়ে উঠছে নামে-বেনামে বেকারি ও ফাস্টফুড এর দোকান । সেখানে তৈরি হচ্ছে মানহীন অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী ।এবার প্রান গ্রুপের মিঠাই এর বিরুদ্ধে মানহীন অস্বাস্থ্যকর খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার মিরপুর ১১ তে মিঠাই মিষ্টান্ন থেকে রেজওয়ান নামের একজন ব্যবসায়ী চিকেন পেটিস ২পিছ ১৬০ টাকা দিয়ে ক্রয় করেন নাস্তার জন্যে । একটা পেটিস ভালো পেলেও অন্যটিতে একবার মুখে দেওয়ার পর কালো শেওলা , বাসি দুর্গন্ধযুক্ত পান ।
তিনি প্রতিবেদককে বলেন আমি কিডনি রোগী, আমার 52% কিডনি ড্যামেজ, আমি তো ভাজা পোড়া খায় না, শখ করেই আজ খেতে গিয়েছিলাম ।
কিছুটা খেয়ে ফেলেছি, আমি এখন চিন্তিত কিছু না হয়ে যায়। দামি ব্রান্ড হয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নতুন বাংলাদেশে নিন্মমানের খাদ্য পরিবেশন ও পরিচালনা করছেন কিভাবে তারা ? তিনি সঠিক বিচারের প্রত্যাশা করেন।
এ বিষয়ে পল্লবী থানাধীন ৭নং সেকশনের ৭ রোডের ৮ নং প্লটের মিঠাই আউট লেকের রিজিওনাল ম্যানেজার নাসিরের একটি ভিডিও ফুটেজ এসেছে প্রতিবেদকের হাতে, যেখানে দেখা যায় নাসিরকে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছে ।
ম্যানেজার নাসির সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক,তবে ভবিষ্যতে আর যেন এরকম না হয় সেটি গুরুত্ব দিয়ে দেখা হবে।
এ বিষয়ে আরো জানতে প্রাণ গ্রুপের ওয়েবসাইটের হট লাইন নম্বরে যোগাযোগ করে গণযোগাযোগ কর্মকর্তা তৌহিদুজ্জামান এর সঙ্গে কথা বলতে তানিয়া নামে, একজন কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ।