ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৫ দিন বন্ধ থাকার পর আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আবারও যাত্রী পারাপার শুরু হয়েছে। ২৬ আগস্ট সোমবার ১২ টা থেকে শুরু করে ৫ দিন বন্ধ থাকার পর এ চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গত কিছু দিন আগে ভারতের উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে আকস্মিক সৃষ্টি হওয়া বন্যার পানিতে ইমিগ্রেশন ভবনে তলিয়ে যায়। এতে করে ইমিগ্রেশন সার্ভার ও কম্পিউটার লাইনে পানি প্রবেশ করে।
বন্যার পানি কমে গেলে লাইন চালু করতে গেলে সার্ভার সমস্যা দেখা দেয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঢাকা থেকে আইটি এক্সপার্ট টিম এসে সার্ভার পুরোপুরি চালু করলে আজ থেকে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। স্বাভাবিক হওয়ার পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশী যাত্রীরা ফিরতে শুরু করছে। এ সময় ভারতে আটকে পরা যাত্রীরা অভিযোগ করে বলেন ইমিগ্রেশন বন্ধ থাকার কারনে ওপাড়ে হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী আটকে পড়েছে । যার জন্য আটকে পরা মানুষদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।
এ সময় ভারত থেকে ফিরত আসা এক যাত্রী বলেন, ভ্রমণ ভিসা নিয়ে ভারতের আগরতলা ঘুরতে গিয়েছিলাম, যাওয়ার পর থেকে বৃষ্টি ও বন্যার কারনে বাংলাদেশের ইমিগ্রেশন বন্ধ হয়ে যাওয়ায় ২ দিনের জায়গায় ৫ দিন থাকার কারনে আমাদের অনেক আর্থিক ও মানুষিকভাবে সমস্যায় পরতে হয়েছে । আরেক যাত্রী বলেন, গত ২০ আগষ্ট আমি ভারতের আগরতলায় প্রবেশ করি, যাওয়ার পরদিন জানতে পারলাম বৃষ্টি ও বন্যার পানির কারনে আখাউড়া ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে পরে,এতে করে আমি ওখানে আটকে পড়ি। আমি যে টাকা নিয়ে গিয়েছিলাম সেই টাকা শেষ হয়ে যায়, যার কারনে আমাকে এই কয়েকদিন ওপাড়ে অনেক কষ্ট করে না খেয়ে থাকতে হয়েছে।
এ বিষয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো: খাইরুল আলম বলেন, অতি বৃষ্টি ও ভারতের পাহাড়ী ঢলে বন্যার পানিতে ইমিগ্রেশন ভবন তলিয়ে যায়। যার কারণপ ২১ আগষ্টের সকাল ১০ টা থেকে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হলে কম্পিউটার ও সার্ভার লাইন গুলো পরীক্ষা করা হলে সমস্যা দেখা দিলে, ঢাকা থেকে আইটি এক্সপার্ট টিম এসে সমাধান করলে আজ দুপুর থেকে যাত্রী পারাপার স্বাভাবিক হয়ে উঠে।