পাকিস্তানকে প্রথমবারের মত হোয়াইটওয়াশের মিশনে অস্ট্রেলিয়া

Nov 17, 2024 - 19:53
পাকিস্তানকে প্রথমবারের মত হোয়াইটওয়াশের মিশনে অস্ট্রেলিয়া

প্রথম দুই ম্যাচের ধারা অব্যাহত রেখে তৃতীয় ম্যাচ জিতে টি-টোয়েন্টি  ক্রিকেটে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় স্বাগতিক অস্ট্রোলিয়া। পক্ষান্তরে তিন ম্যাচ  সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জিতে হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য পাকিস্তানের। আগামীকাল হোবার্টে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে দু’দল।

২৯ রানের জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। ব্রিজবেনে বৃষ্টির কারনে ৭ ওভারে নির্ধারিত ম্যাচে প্রথম ব্যাট করে ৪ উইকেটে ৯৩ রান করে অস্ট্রেলিয়া। ৯৪ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়ান পেসারদের তোপে ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসনের কাছে আত্মসমর্পন করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ১৪৮ রানের টার্গেটে ১৩৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম দশ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান তুলতে পারে সফরকারীরা। তারপরও উসমান খানের ৩৮ বলে ৫২ রানেও হার এড়াতে পারেনি পাকিস্তান।  ৪ ওভারে ২৬ রানে ৫ উইকেট নেন জনসন।

এমন অবস্থায় সিরিজের শেষ ম্যাচে জয় ছাড়াই অন্য কিছুই ভাবছে না পাকিস্তান। দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘ওয়ানডেতে ভালো খেলতে পারলেও, টি-টোয়েন্টি সিরিজে আমরা ব্যর্থ। প্রথম দুই ম্যাচে আমরা বাজে ক্রিকেট খেলেছি। তৃতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চাই। জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করাই এখন দলের সকার লক্ষ।’ টি-টোয়েন্টিতে দুই বা তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে কখনও হোয়াইটওয়াশ করতে পারেনি অস্ট্রেলিয়া। এবার সেই সুযোগ অসিদের দোড়গোড়ায়। পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করতে চান না অস্ট্রেলিয়া ওপেনার ম্যাথ শর্ট।

সিরিজের শেষ টি-টোয়েন্টির আগ শর্ট বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিলো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এবার আমাদের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। এই সুযোগ হাতছাড়া করতে চাই না। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে তৃতীয় ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছি না আমরা।’ টি-টোয়েন্টি ফরম্যাটে ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরমধ্যে সমান ১৩টি করে জয় আছে দু’দলের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

পাকিস্তান দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আঘা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।

অস্ট্রেলিয়া দল : জশ ইংলিস (অধিনায়ক), সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা।