পুতিনকে একজন সাধারণ বন্দী রূপে দেখতে চান ইউলিয়া নাভালনায়া
রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া যুক্তরাজ্যের এক সংবাদপত্রকে বলেছেন, তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একদিন রাশিয়ার জারের চেয়ে একজন সাধারণ বন্দী রূপে দেখতে চান। লন্ডন থেকে এএফপি জানায়, পুতিনের শীর্ষ রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনায়ার স্বামী আলেক্সি নাভালনি ফেব্রুয়ারিতে অজ্ঞাত পরিস্থিতিতে আর্কটিকের একটি কারাগারে মারা যান। তিনি তার স্বামীর কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তিনি তা করতে রাশিয়ায় ফিরবেন না বলে জানান।
দ্য সানডে টাইমসের সাথে এক বিস্তারিত সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সী নাভালনায়া বলেন, তিনি নাভালনির সাথে রাশিয়ার বিরোধী আন্দোলনের তার নেতৃত্ব দেওয়ার বিষয়ে কখনও খোলামেলা আলোচনা করেননি। আগামী ২২ অক্টোবর তার প্রয়াত স্বামীর মরণোত্তর স্মৃতিকথা প্রকাশিত হওয়ার কয়েক দিন আগে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি সংবাদপত্রটিকে বলেন, ‘আমি মনে করি তিনি আমাকে এই রাজনৈতিক বিপজ্জনক বিষযগুলো থেকে দূরে রাখতে চাইতেন। তবে, আপনারা বুঝতে পেরেছেন যে আর কোন বিকল্প নেই। অবশ্যই আপনারা চুপ করে থাকতে পারেন। কিন্তু আমি তা পারি না। আমি কখনই রাশিয়ার কাছে হাল ছাড়ব না।’
বেশ কয়েক বছর ধরে জার্মানিতে অবস্থান করছেন নাভালনায়া। তিনি বলেন, যতক্ষণ না তিনি জানতে পারছেন যে তিনি আলেক্সির মতো বিমানবন্দরে বন্দী হবেন না ততক্ষণ পর্যন্ত তিনি রাশিয়ায় ফিরবেন না। তবে কখন সেটি সম্ভব হতে পারে তা কেউ জানে না। রাশিয়া জুলাইয়ে তাকে ‘সন্ত্রাসী’ ও ‘চরমপন্থী’ তালিকা ভুক্ত করেছে এবং গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে।
পুতিনের প্রতি তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, নাভালনায়া জোর দেন যে তিনি এই রাশিয়ান নেতাকে ঘৃণা করেন না, তবে তাকে তার স্বামীর মতো বন্দী দেখতে চান। তিনি বলেন, ‘আমি চাই তিনি রাশিয়ার এক ধরনের জার থেকে একজন সাধারণ বন্দী হয়ে যান।’