পৃথিবী ছাড়া অন্য সব গ্রহে নতুন বছরের হিসাব যেমন
মাত্র আর কয়েক ঘণ্টা পরেই আমরা অর্থাৎ পৃথিবীবাসী গ্রেগরিয়ান বর্ষপঞ্জির হিসাবে নতুন বছরে পা রাখতে চলছি। আর এ পৃথিবীতে নতুন বছর গণনা করতে আমরা ৩৬৫ দিনের হিসাবকে গুরুত্ব দিই। পৃথিবী তার নিজ কক্ষপথে সূর্যকে ৩৬৫ দিনে একবার প্রদক্ষিণ করছে, এই হিসাবেই নতুন বছর গণনা করছি আমরা। কিন্তু সৌরজগতের সব গ্রহে কিন্তু বছরের হিসাব এক না। একেক গ্রহ একেক গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে, তাই বছরের হিসাব একেক গ্রহে একেক রকমের।
আমাদের এই পৃথিবীর একটি বছরকে ৩৬৫.২৫ দিন হিসাবে গণনা করা হয়। দশমিক অংশটি স্বাভাবিক হিসেবে নেওয়া হয় না, যে কারণে প্রতি ৪ বছর পর পর একটি নতুন দিন লিপ ইয়ার হিসেবে যোগ হচ্ছে। ৩৬৫.২৫ দিনে আমাদের গ্রহ সূর্যের চারপাশে ১ বার প্রদক্ষিণ সম্পূর্ণ করতে সময় নেয়। সৌরজগতের সবচেয়ে দ্রুততম বছর দেখা যায় বুধ গ্রহে। বুধ সূর্যের নিকটতম গ্রহ। সেখানে সৌরজগতের সবচেয়ে ছোট বছর দেখা যায়।
পৃথিবীর দিন হিসাবে সেখানে ১ বছর ৮৮ দিন স্থায়ী হয়। তবে বুধ গ্রহে দিনের হিসাব কিছুটা আলাদা। বুধ গ্রহের নিজের অক্ষের ওপর একটি সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় লাগে। প্রায় পৃথিবীর সমান ৫৯ দিন লাগে সেখানে। যার অর্থ, বুধ গ্রহে একটি একক দিন-রাত্রি চক্র তার বছরের প্রায় দুই-তৃতীয়াংশ স্থায়ী হয়। বছরে একবার সূর্যোদয় দেখা যায় সেখানে। সূর্যের চরম কাছে অবস্থানের কারণে সেখানে দিনের তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের রাতের তাপমাত্রা নেমে আসে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র। সেখানে ১ বছর পৃথিবীর ২২৫ দিনের সমান। শুক্র গ্রহের দিন অস্বাভাবিকভাবে দীর্ঘ। শুক্র গ্রহের ১ দিন পৃথিবীর ২৪৩ দিনের সমান। মজার বিষয় হলো, শুক্র উল্টো দিকে ঘোরে, প্রতিমুখী ঘূর্ণনের কারণে সূর্য পশ্চিমে উঠে ও পূর্বে অস্ত যায়। এই অদ্ভুত ঘূর্ণনের কারণে এক সৌরদিবস বা ভেনুসিয়ান দিবসে সূর্যোদয় থেকে সূর্যোদয়ের সময় পৃথিবীর হিসেবে প্রায় ১১৭ দিন দীর্ঘ। অঙ্কের হিসেবে শুক্র গ্রহের ১টি বছর তার দিনের চেয়ে ছোট। আপনি সেখানে থাকলে একটি পূর্ণ সূর্যোদয়-সূর্যাস্ত চক্র দেখার আগে আপনার ভেনুসিয়ান জন্মদিন উদ্যাপন করতে পারেন।
অন্যদিকে লাল গ্রহ মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ। এই গ্রহের এবার কক্ষপথ আবর্তন করতে পৃথিবীর সমান ৬৮৭ দিন সময় লাগে। একটি মঙ্গলবর্ষ পৃথিবী বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দীর্ঘ। উপবৃত্তাকার কক্ষপথের কারণে মঙ্গল গ্রহের ঋতু পৃথিবীর তুলনায় ভিন্ন রকমের। মঙ্গলের দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল সংক্ষিপ্ত কিন্তু উষ্ণ, অন্যদিকে উত্তরের শীতকালের ঠান্ডা কম কিন্তু দীর্ঘ হয়।
সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। এই গ্রহের একবার কক্ষপথ সম্পূর্ণ করতে পৃথিবীর সমান ১১.৮৬ বছর সময় লাগে। দীর্ঘ সময়ের বছর থাকা সত্ত্বেও, বৃহস্পতির দ্রুত ঘূর্ণন দেখা যায়। সেখানে সৌরগ্রহের মধ্যে সবচেয়ে ছোট দিন দেখা যায়। মাত্র ১০ ঘণ্টায় বৃহস্পতি গ্রহে একদিন। এই দ্রুত ঘূর্ণনের জন্য বৃহস্পতি গ্রহে গ্রেট রেড স্পটের মতো এর স্বতন্ত্র কাঠামো দেখা যায়।
আরেক গ্রহ শনির একবার কক্ষপথ সম্পূর্ণ করতে পৃথিবী সমান ২৯.৫ বছর সময় লাগে। অন্য এক গ্রহ ইউরেনাস অদ্ভুতভাবে ৯৮ ডিগ্রি চরম কোণে কাত হয়ে সূর্যকে আবর্তন করছে। ইউরেনাসে একটি বছর পৃথিবীর ৮৪ বছরের সমান। হেলে থাকার কারণে ইউরেনাসের প্রতিটি মেরুতে ৪২ বছর একটানা সূর্যালোক ও ৪২ বছর একটানা অন্ধকার দেখা যায়। ইউরেনাস কাত হয়ে থাকে বলে বিষুবরেখায় মেরুর চেয়ে ঠান্ডা হয়।
সৌরজগতের প্রায় শেষ প্রান্তে অবস্থিত নেপচুন গ্রহে এক বছর পৃথিবীর ১৬৫ বছরের সমান। ১৮৪৬ সালে আবিষ্কারের পর থেকে ২০১১ সালে একটি মাত্র পূর্ণ কক্ষপথ সম্পন্ন করেছে নেপচুন। নেপচুনে একটি ঋতু পৃথিবীর ৪০ বছরের বেশি সময় ধরে চলে। অন্যদিকে প্লুটোকে একসময় গ্রহের তকমা দেওয়া হতো। এখনকার বামন গ্রহ প্লুটোতে এক বছর পৃথিবীর ২৪৮ বছরের সমান।
সৌরজগতে বিভিন্ন গ্রহকে বিভিন্ন চাঁদ প্রদক্ষিণ করে। এসব চাঁদে ভিন্ন সময়ের বছরের হিসাব দেখা যায়। আমাদের পৃথিবীর চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে ২৭.৩ পৃথিবীর সমান দিন সময় নেয়। বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপা মাত্র ৩.৫ পৃথিবীর সমান দিনে তার কক্ষপথ সম্পূর্ণ করে। টাইটান চাঁদ তার গ্রহ শনিকে পৃথিবীর সমান ১৬ দিনে প্রদক্ষিন করে। ক্যারন তার গ্রহ প্লুটোকে ৬.৪ পৃথিবীর সমান দিনে প্রদক্ষিণ করে।