প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সংস্কার কার্যক্রম পরিচালনা হচ্ছে: শারমীন এস মুরশিদ
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে সে সুযোগ কাজে লাগাতে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন। কমনওয়েলথের মহাসচিবকে অভিনন্দন জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, জুলাই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে জেগেছে বৈষম্যহীন মুক্ত মানবিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্খা।
তিনি বলেন, নতুন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ দেশগুলোর সহযোগিতা কামনা করেন। কমনওয়েলথের সহকারী মহাসচিব বলেন, আমরা সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছি। সাক্ষাতকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।