প্রাক্তন অর্জুনকে নিয়ে মালাইকার স্পষ্ট বার্তা
বছরের পর বছর অর্জুন কাপুর হাবুডুবু খেয়েছেন মালাইকা অরোরার প্রেমে। থেকেছেন এক ছাদের নিচে। শেষ অবধি পরিণতি পায়নি সম্পর্ক। তারপর থেকে একাই আছেন অর্জুন। মানসিক অবসাদকে সঙ্গে করে ঘুরছেন। এবার মালাইকা কথা বললেন অর্জুনকে নিয়ে। মুম্বাইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে অর্জুনকে দেখামাত্র মালাইকার নাম জপ করতে শুরু করেন দর্শক।
সেই সময় হেসে অর্জুন উত্তর দিয়েছিলেন, ‘এখন তো আমি ‘সিঙ্গেল’। আপনারা একটু শান্ত হোন।’ মূলত এই বিষয়টি নিয়েই কথা বলেছেন মালাইকা। স্পষ্ট জানান, তিনি কোনোভাবেই জনসমক্ষে সম্পর্কের কথা প্রকাশ করবেন না। মালাইকার কথায়, ‘আমি কখনো জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।’
ছয় বছরের সম্পর্ক মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন।