ফাইনালে পা দিতে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলংকার সামনে যে সমীকরণ

Dec 31, 2024 - 19:46
ফাইনালে পা দিতে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলংকার সামনে যে সমীকরণ

সেঞ্চুরিয়ন টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের নাটকীয় জয়ে প্রথম দল হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনালে খেলবে, তা নিয়ে এখনো চলছে অপেক্ষা। তিন দলের সামনে রয়েছে আগামী জুনে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ। 

ভারতকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি পোক্ত করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে যাওয়ার দৌড়ে তারা অনেকখানি এগিয়ে রয়েছে। টিম ইন্ডিয়ার জন্য সমীকরণ আগের চেয়ে বেশ কঠিন। অপরদিকে, শ্রীলংকাকে ফাইনালে যেতে হলে অনেক যদি কিন্তুর হিসাব বিদ্যমান।

অস্ট্রেলিয়ার সমীকরণ:

টেবিলের দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ১৫ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ১১৮ পয়েন্ট। অজিদের শতকরা পয়েন্ট ৬১.৪৬ শতাংশ। দলটির সামনে রয়েছে তিন ম্যাচ। একটি সিডনিতে ভারতের বিপক্ষে, বাকি দুটি শ্রীলংকার মাঠে। অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে সিডনি টেস্ট জেতে, সেক্ষেত্রে সরাসরি ফাইনালে চলে যাবে।

তখন শ্রীলংকা সিরিজটি নিয়ম রক্ষায় পরিণত হবে। এমনকি লঙ্কানদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারলেও অজিদের পয়েন্ট হবে শতকরা ৫৭.০২ শতাংশ। যা ভারতের ৫০ শতাংশের চেয়ে বেশি থাকবে। তখন শ্রীলংকার শতকরা ৫৩.৮৫ শতাংশ পয়েন্ট হবে। ফলে বাদ যাবে ভারত-শ্রীলংকা।

সিডনি টেস্ট ড্র হলেও ভারতের উপরেই থাকবে ক্যাঙ্গারুরা। অন্যদিকে ভারত যদি পরের টেস্টে অস্ট্রেলিয়াকে হারায় আর শ্রীলংকা ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে, তাহলেও ফাইনালের টিকিট কাটবে প্যাট কামিন্সের দল। অস্ট্রেলিয়ার ৫৭.০২-এর পেছনে ৫৫.২৬-এ চ্যাম্পিয়নশিপের চক্র শেষ করবে ভারত।

ভারতের সমীকরণ: 

টেবিলের তিনে থাকা রোহিত শর্মার দলের বর্তমান পয়েন্ট ৫২.৭৮ শতাংশ। ১৭ খেলায় ৯ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ১১৪।  তাদের হাতে ম্যাচ আছে মাত্র একটি। অস্ট্রেলিয়ার মাঠে তাদের হারাতে পারলে শ্রীলংকা সিরিজের দিকে দলটির তাকিয়ে থাকতে হবে। সিডনি টেস্টে জয় পেলে ভারতের পয়েন্ট ৫৫.২৬ শতাংশে দাঁড়াবে।

শ্রীলংকা সিরিজে যদি ১-০ ব্যবধানে অস্ট্রেলিয়া হারে তবেই ফাইনালে যাবে ভারত। এমনটি হলে অজিরা ৫৩.৫১ শতাংশে থেকে চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষ করবে। শ্রীলংকার তখন পয়েন্ট হবে ৪৮.৭৫ শতাংশ। ভারত যদি সিডনি টেস্ট ড্র করে বা হারে, তাহলে ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে যাবে। 

শ্রীলংকার সমীকরণ:

লঙ্কানদের শতকরা পয়েন্ট ৪৫.৪৫ শতাংশ। টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটি ১১ ম্যাচে ৫ জয়ে ৬০ পয়েন্ট পেয়েছে। ঘরের মাঠে তাদের দুইটি টেস্ট আছে অজিদের বিপক্ষে। শ্রীলংকার জন্য ফাইনাল খেলা তুলনামূলক বেশি কঠিন। কারণ ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে হবে।

তার আগে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচটি ড্র হতে হবে। এমনটি হলে লঙ্কানদের শতকরা পয়েন্ট হবে ৫৩.৮৫, অস্ট্রেলিয়ার ৫৩.৫১ ও ভারতের ৫১.৭৫ শতাংশ। ভারত যদি সিডনি টেস্টে জয় পায়, তাহলে ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে শ্রীলংকা।