ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ভিনিসিয়াস ও বোনমাতি
ফিফা বর্ষসেরার পুরস্কার জয় করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। দোহায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এবারের বর্ষসেরাদের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মত সেরার পুরস্কার জয় করেছেন বার্সেলোনার মিডফিল্ডার এইতানা বোনমাতি।
২৪ বছর বয়সী ভিনি ব্যালন ডি’অরের তালিকায় ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রড্রির পরে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। কিন্তু এবার ঠিকই ফিফার বর্ষসেরার তালিকায় তিনি প্রথম স্থান লাভ করলেন। ভিনি পুরস্কার না পাওয়ায় ব্যালন ডি’অর আয়োজন বর্জন করেছিল পুরো রিয়াল মাদ্রিদ। কাল কাতাওের অবশ্য স্বশরীরে উপস্থিত থেকে পুরস্কারের ট্রফি হাতে নিয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
মঞ্চে পুরস্কার হাতে ভিনি বলেছেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানিনা কোথা থেকে শুরু করবো। এ পর্যন্ত আসাটা সত্যিই অসম্ভব ছিল। আমি দরীদ্র পরিবারে বেড়ে উঠেছি। যেখানে সংঘবদ্ধ অপরাধ চক্রের মধ্য দিয়ে আমাকে বেঁচে থাকতে হয়েছে। আমার এই পুরস্কারটা সেসব শিশুদের জন্য যারা এই ধরনের জীবন পার করেছে। আমাকে যারা ভোট দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। একইসাথে আমার পরিবার, ক্লাব, সতীর্থ, কোচ কার্লো আনচেলত্তিকে সবসময়ই পাশে থাকার জন্য ধন্যবাদ।
তাদের কারনেই আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। আশা করছি মাদ্রিদে আরো অনেক বছর থাকতে পারবো। এটাই বিশ্বের সেরা ক্লাব। জাতীয় দলের সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই। একইসাথে আমার কাজে প্রতি সবসময় সহযোগিতা করার জন্য আমি দেশের প্রতিও কৃতজ্ঞ।’ গত দুইবার এই পুরস্কার জয় করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
গত মৌসুমে ভিনি সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে ২৪ গোল ও ৩৯ ম্যাচে ১১টি এ্যাসিস্ট করেছেন। তার দুর্দান্ত পারফরমেন্সে রিয়াল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে। মে মাসে লা লিগার তৃতীয় শিরোপা জয় করেছেন ভিনি। ১ জুন বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রিয়ালের হয়ে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদও পেয়েছেন।
এদিকে নারী বিভাগে অপ্রতিরোধ্য ২৬ বছর বয়সী স্প্যানিয়ার্ড বোনমাতির কাছেই যে ফিফা বর্ষসেরার পুরস্কার যাচ্ছে তা অনেকটাই অনুমেয় ছিল। ইতোমধ্যেই তিনি টানা দুটি ব্যালন ডি’অরও জয় করেছেন। বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়াম থেকে এক ভিডিও বার্তায় বোনমাতি বলেছেন, ‘আমি কৃতজ্ঞ। এই পুরস্কার গ্রহণ করতে পেরে আমি গর্বিত।’
বোনমাতির নেতৃত্বে বার্সেলোনা গত মৌসুমে কোয়াড্রাপল জয় করে। এছাড়া জাতীয় দলের হয়ে তিনি নেশন্স লিগের শিরোপা জয় করেছেন। ২০২৩/২৪ মৌসুমে ক্লাব ফুটবলে সবগুলো সম্ভাব্য ট্রফিই তিনি জয় করেছেন। স্প্যানিশ লিগ, কোপা ডি লা রেইনা, সুপারকোপা ডি এস্পানা ও টানা দ্বিতীয়বারের মত নারী চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেন।